বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১০:১২ অপরাহ্ন

পাহাড়ে অভিযানে ৭ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রিপোর্টারের নাম : / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

পার্বত্যাঞ্চলে অভিযান চালিয়ে আরও ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের সঙ্গে তিন পাহাড়িকে গ্রেফতার করা হয়েছে।এ নিয়ে তৃতীয় দফায় মোট ১৯ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, বান্দরবান ও রাঙামাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি পার্বত্যাঞ্চলে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আস্তানা তথ্য জানায় র‌্যাব। আগের দুই দফাসহ তৃতীয় দফায় গ্রেফতার সাতজন এই সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। এ ছাড়া আরও যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তারা পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের। গ্রেফতার পাহাড়িরা কোন সংগঠনের- তা স্পষ্ট করেনি র‌্যাব। তবে এরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বলে শোনা যাচ্ছে। যে দলটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর