প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজিপুরের শুভগাছা ইউপি সচিব
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ০৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীদের অনলাইনে তালিকা প্রণয়নে হোল্ডিং ট্যাক্স আদায় সংক্রান্ত গত ৩১ আগষ্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে এ সংক্রান্ত প্রতিবাদ জানান তিনি। প্রতিবাদ পত্রটি হুবহু তুলে ধরা হলোঃ
গত ৩০ আগষ্ট ২০২২ ইং তারিখে অনলাইন নিউজ পোর্টালসহ ফেসবুকে “কাজিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির অনলাইনে তালিকা প্রণয়নে টাকা নেয়ার অভিযোগ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রতিবেদনটিতে সংকলিত তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায়ে সরকারি বাধ্যবাধকতা থাকায় নিয়মিতভাবে আদায় একটি চলমান প্রক্রিয়া। কাজিপুর উপজেলার ৪ নং শুভগাছা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সরকারি বিধি মোতাবেক পরিচালিত হয়ে আসছে, যা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। আমি প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনুরোধ জানাই।