বইমেলায় সিরাজগঞ্জের কবি আমিরুল ইসলাম মুকুলের “মায়াবতী কেউ একজন” বইয়ের মোড়ক উন্মোচন

বাঙালীর প্রাণের বইমেলা সারামাস ব্যাপি তার দীপ্ত ছড়িয়ে দিচ্ছে, নতুন বইয়ের ঘ্রাণে কবিতা, গল্প, উপন্যাসের টানে পাঠকেরা দুর দুরান্ত থেকে ছুটে আসছেন প্রতিদিনই বইমেলায়। প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে। আর এবারের অমর একুশে বই মেলার প্রতিপাদ্য হলো- “পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। অমর একুশে বই মেলা বাংলা একাডেমির আয়োজনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
সিরাজগঞ্জের কবি আমিরুল ইসলামের কাব্যিক গ্রন্থ “মায়াবতী কেউ একজন” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত বুধবার বইমেলা মোড়ক উন্মোচনকালে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইসহাক খান, কবি শ. ম. শহীদুল ইসলাম, লেখক ও প্রকাশক হুমায়ুন কবীর ঢালী, অগ্রণী ব্যাংকের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আহসান, শিশু সাহিত্যক শামলী খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক প্লাবন কোরেশী ও অন্যন্যরা।
জানা যায় যে, আমিরুল ইসলাম মুকুল এর জন্ম ২০ নভেম্বর ১৯৫৫ খ্রীব্দাদে সিরাজগঞ্জ পৌরএলাকার নতুন ভাংগাবাড়ি গ্রামে। তার পিতার আকবর আলী খান। জ্ঞানদায়িনী হাই স্কুল থেকে এস.এস.সি এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ হতে এইচ.এস.সি পাশ করেন। ছাত্রজীবনে প্রগতিশীল চিন্তা-চেতনা ধারণ করে গণমুখী সাহিত-সংস্কৃতি চর্চায় ব্রতী হন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হতে কৃষি প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। চাকুরী জীবনে অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্র জীবনে সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের সাহিত্য ও বার্ষিকী সম্পাদক, ১৯৭৩-৭৬ সনে, স্বাধীনতা উত্তরকালে সিরাজগঞ্জ হতে প্রথম প্রকাশিত ‘ মাসিক প্রভাতী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, ১৯৭৬- ৮১ সালে বাংলাদেশ৷ কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘ শ্লোগান’ এর সম্পাদক ছিলেন। বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য -সংস্কৃতি ও বিনোদনমূলক পত্রিকা ‘পাক্ষিক সময়ে কারুকাজ’ এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার পিতা মোঃ আলী আকবর খানও সাহিত্যমোদী ছিলেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত ‘কৃষিবার্তা’র সম্পাদক ছিলেন। তার মাঝে পিতার প্রভাব সুতীব্র।
তিনি একজন গীতিকার এবং টিভি নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও নির্মাতা। তার কিছু নাটক ও টেলিফিল্ম দেশের প্রধান চ্যানেলগুলেতে প্রচারিত হয়েছে।
তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ‘জীবনঢুলী’র তিনি সহ-প্রযোজক ছিলেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ: সুখকাঁটা, দত্তবাড়ির চিলেকৌঠা, মায়াবতী কেউ একজন, উপন্যাস: কফি হাউস।