রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন কারারক্ষী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দায়িত্ব পালন কালে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন এক কারারক্ষী। শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে।
বরখাস্তকৃত কারারক্ষী হলেন,মো. মাহফুজ হাসান রনি। তার কারারক্ষী নং- ১৪৭৪৭। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম।
কারাসূত্রে জানাযায়,শুক্রবার (১ মার্চ) সকাল ৬ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পূর্ব টাওয়ারে ডিউটি পালনকালে কারাভ্যন্তরে কর্তব্যরত সর্বপ্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কারাগারের বাহিরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে কোন একজন বন্দির সাথে পূর্ব হতে অবৈধ যোগাযোগ থাকায় তাকে ১টি অ্যান্ডুয়্রেড মোবাইল সেট দেয়ার জন্য নিয়ে আসে।
পরে বিষয়টি সর্বপ্রধান কারারক্ষী মো.গাজীউর রহমান কারাভ্যন্তরে  কর্তব্যরত সিআইডি সহকারী প্রধান কারারক্ষী মো. লুৎফর রহমান, বাহিরে  রিজার্ভ সর্বপ্রধান কারারক্ষী মো. শাহজালাল খান এবং সহকারী লাইচ কারারক্ষী  মো.নাসির উদ্দিন এর সহযোগিতায় সকাল সোয়া ১০ টার সময় ওই টাওয়ারে তল্লাশীর উদ্দেশ্যে উপরে উঠে এবং সেখানে কর্তব্যরত কারারক্ষীর দেহ তল্লাশী করতে চাইলে সে নিজে থেকেই কালো কসটেপ মোড়ানো ১টি অ্যান্ডুয়্রেড মোবাইল ফোন  ও ১টি ইউএসবি চার্জার ক্যাবল সহ- সিআইডি সহকারী প্রধান  কারারক্ষী মো. লুৎফর রহমানের কাছে জমা দেন।
এবিষয়ে জানতে চাইলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম বলেন, ওই কারারক্ষীর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড সেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর