বরগুনার কাজিরাবাদ ইউপি উপ-নির্বাচন স্থগিত
বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।
রোববার (১২ জুন) বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৭.২১-৪২০ আদেশক্রমে বেতাগীর কাজিরাবাদের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার জানান, কাজিরাবাদ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরিবেশ নষ্ট করেছে চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা। প্রচার-প্রচারণা শুরু থেকে কয়েক দফা সংঘর্ষ হয়েছে ২ চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থী ও সমর্থকদের। সবদিক বিবেচনা করে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আগামী ১৫ জুন বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন ও তালতলী উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা ছিল। কাজিরাবাদ নির্বাচন স্থগিত হলেও, তালতলীর ৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।