বরগুনার বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ
বরগুনার বেতাগীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুবকদের আনন্দের মাত্রা বাড়তে যোগ করেছে পরিবর্তন ক্রীড়া সংঘের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জুলাই) বিকাল সাড়ে চারটায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এর মধ্যকার খেলায় এক এক গোলে ড্র হয়।
পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির।
পরিবর্তন ক্রীড়া সংঘের সভাপতি অলি আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুন্না, সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম শিকদার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবর্তন ক্রীড়া সংঘের সহ-সভাপতি সালমান শাকিব ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া প্রমূখ।