শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গী ইজতেমায় প্রথম দিনে ৩ মুসল্লীর মৃত্যু কোনাবাড়ীতে হকার্স মার্কেটে অগ্নি কাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই বিশ্ব ইজতেমায় বয়ান শুনে ধ্যানে মগ্ন মুসল্লিরা সলঙ্গায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ টঙ্গী বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় টঙ্গী বিশ্ব ইজতেমায় এক মুসল্লীর মৃত্যু কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেসে চলছে রমরমা দেহ ব্যবসা গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জন উৎসব ও বিশ্বদ্যিালয় দিবস উদযাপন ১ ফেব্রুয়ারি স্বাধীনতার পর জাতির জন্য ভালো কিছু হয়নি তাতে একমত হবো না” ডাঃ শফিকুর রহমান

বশেমুরকৃবিতে নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

“নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা ও সংরক্ষণ” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ভাইস-চ্যান্সেলর তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, বর্তমান সময় নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও খামারিদের নিয়মিত বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে থাকে। তিনি আরো বলেন, ছোট বড় সকল মাছ চাষিদের এ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞকগণের পরামর্শ নিয়ে মাছ চাষ ও সংরক্ষণের সকল ধরনের সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও মোবাইল অ্যাপ্স এর মাধ্যমে কৃষকগণ ঘরে বসেই তাদের কাক্সিক্ষত সেবা গ্রহণ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে পুকুর প্রস্তুত ও পোনা মজুদ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. দীনেশ চন্দ্র সাহা, জেনেটিক্স এন্ড ফিশ ব্রিডিং বিভাগের সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম ও ফিশারিজ বায়োলজি এন্ড একোয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ শাখাওয়াত হোসেন। প্রশিক্ষণ শেষে মাছ চাষীদের নিয়ে একটি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় যেখানে কৃষকদের মাছ চাষ ও সংরক্ষণ বিষয়ে হাতে কলমে শেখানো হয়। সবশেষে বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।

গাজীপুরের কাউলতিয়া, কাপাসিয়া ও মার্তা (শ্রীপুর) গ্রাম হতে আগত ৪০ জন খামারী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর