বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে “প্রেসক্লাব বাউফল” এর কমিটি গঠন

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য ন্যায় প্রতিষ্ঠা ও অপসাংবাদিকতা রুখতে প্রেসক্লাব বাউফলের কমিটি গঠন করা হয়েছে। বাউফল উপজেলার কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোঃ আরিফুজ্জামান খান রিয়াদকে সভাপতি, দৈনিক সবুজ বাংলাদেশের বাউফল প্রতিনিধি মাহমুদ হাসান রুবেলকে সাধারণ সম্পাদক, দৈনিক একুশের বানী পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি লিংকন মাহমুদকে সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক অগ্নিশিখা পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি এস এম তারেক রহমান প্রিন্সকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি ইমাম হোসেন মনা, সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম, সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর মশিউর রহমান, সহ দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম শাহীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজমা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ হোসেন খান, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান মৃধা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সাইদুর রহমানকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ নাসির উদ্দিন খান, এ এফ এম রিয়াজ মোল্লা, মোহাম্মদ মাজহারুল ইসলাম মিলন, মোঃ সাইদুর ইসলাম, মোঃ হারুন আর রশিদ বাচ্চুসহ মোট ৫১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।