শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রশংসায় জন কেরি

রিপোর্টারের নাম : / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন উদ্যোগের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। সম্প্রতি  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা চিঠিতে বাংলাদেশের প্রশংসা করেছেন জন কেরি। গতকাল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চিঠিতে জন কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি জলবায়ু উদ্যোগে যোগদানেরও আহ্বান জানান।

এতে বাংলাদেশ অন্যান্য বৃহৎ নির্গমনকারীদের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে পারবে এবং বিশ্ব জলবায়ু প্রক্রিয়ায় অর্থপূর্ণভাবে অংশগ্রহণ করতে তাদের উৎসাহিত করতে পারবে। তিনি গত বছর গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের আগে জমা দেওয়া উচ্চাভিলাষী ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের (এনডিসি) জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এনডিসি লক্ষ্য বাস্তবায়নের উপায় খুঁজে বের করার ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থনেরও আশ্বাস দেন। নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার ঘোষণার জন্য বাংলাদেশকে স্বাগত জানিয়ে বাইডেনের বিশেষ দূত ক্লিন এজ এশিয়া ইনিশিয়েটিভসহ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, ক্লিন এনার্জি এবং এনার্জি এক্সেস লক্ষ্যের জন্য মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জন কেরি তিনি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কৃষি উদ্ভাবন মিশন ফর ক্লাইমেটে যোগদান করার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। মার্কিন নেতৃত্বাধীন কৃষি উদ্ভাবন মিশন ফর ক্লাইমেট উদ্যোগে শক্তিশালী উদ্ভাবন বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন। যা ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের জলবায়ু অর্থায়ন অর্জনে সহায়তা করতে পারে। ২০২২ সালের এপ্রিল মাসে আমাদের মহাসাগর সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান জন কেরি। যার মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ব্লু-ইকোনমির অধীনে সামুদ্রিক সম্পদের টেকসইকে কাজে লাগানো এবং মাছ ধরার জন্য জাতীয় কর্মপরিকল্পনার ঘোষণা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর