রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে দাদন ব্যবসায়ীর রাতভর নির্যাতন সকালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা ঈদ বাজার বেনাপোলে দর্জি কারিগরদের ব্যস্ততা, ছিট কাপড়ের দোকানে ভীড় ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট পূত্র বাবা আহত সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সীতাকুণ্ডের ঘোড়ামরা যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় সুন্দরগঞ্জে গণ ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ইইউ

রিপোর্টারের নাম : / ৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল আমলে নিয়েছে উল্লেখ করে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার জোটটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ইইউ গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফল আমলে নিয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের মাধ্যমে ইইউ-বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আবদ্ধ বলেও উল্লেখ করে ইইউ। তবে এ নির্বাচনে বড় অনেক দল অংশ না নেওয়ায় ইইউ দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইইউ তার নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন ও সুপারিশগুলো প্রকাশের জন্য কর্তৃপক্ষের সমঝোতাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহির জন্য অনিয়মের অভিযোগের পূর্ণ তদন্ত যথাসময়ে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। নির্বাচনকালে হওয়া সহিংসতার নিন্দা ও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকতেও সবার প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।

ইউরোপীয় ২৭টি দেশের এই জোট বলছে, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করা এবং সমুন্নত রাখাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানবাধিকারের মানকে সম্মান করতে এবং শান্তিপূর্ণ সংলাপে সম্পৃক্ত হতে ইইউ সব অংশীদারকে জোরালোভাবে উৎসাহিত করে। সংবাদমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ গুরুত্বপূর্ণ।

ইইউ জানায়, ভবিষ্যতে বাংলাদেশের ‘জিএসপি প্লাস’ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাওয়াসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে—এমন অগ্রাধিকারের ভিত্তিতে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর