শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ দেশের তালিকায় গ্রিস

রিপোর্টারের নাম : / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে যখন বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, তখন বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রিস প্রবাসীরাও নিয়মিত পাঠিয়ে যাচ্ছেন রেমিট্যান্স। এবার প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো শীর্ষ দেশগুলোর তালিকায় ১৯ নম্বরে উঠে এসেছে গ্রিস।

তবে দেশটিতে অবৈধ প্রবাসীদের একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে। তাই গ্রিস প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী করতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ নিয়মিত বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশন করেছেন।

গতকাল শনিবার রেমিট্যান্স ডে উপলক্ষে এথেন্সের ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এজেন্সি পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিনের সভাপতি আব্দুল কুদ্দুস, বৃহত্তর খুলনা বিভাগীয় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান উপদেষ্ঠা লতিফ গাজী, গ্রিস আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহামান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, গার্মেন্টস এসোসিশেন ইন গ্রিসের প্রধান উপদেষ্টা মুক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় পরিষদের সভাপতি এস এম রাফিকুল ইসলাম নান্টু, ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপারের ম্যানেজার আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর