বাউফলে আওয়ামী লীগ নেতাকে গনসংবর্ধনা
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_168848109517639-700x316.jpeg)
পটুয়াখালীর বাউফলে সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায় জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি হাসিব আলম তালুকদারকে গনসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। ৩-০৭-২০২৩খ্রিঃ সোমবার দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় স্থানীয় হাজার হাজার মানুষের স্লোগান ও বাদ্য যন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব হাসিব আলম তালুকদার।উক্ত অনুষ্ঠানে সভাসভাপতিত্ব করেন মোঃহুমায়ন কবির হাওলাদার।এছাড়া এসময় উপস্থিত ছিলেন কেশবপুর ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু,আব্দুল মোমেন খান সদস্য বাউফল উপজেলা আওয়ামী লীগ ও কালিশুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হাই,
উল্লেখ্য, বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের পুত্র হাসিব আলম তালুকদার দীর্ঘ দিন ধরে এলাকার অসহায় ও গরীব দু:খী মানুষকে সাহায্য সহযোগিতা সহ বিভিন্ন উপকরন দিয়ে আসছেন।
হাসিব আলম তালুকদার পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী।