বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালিত

মাসুদ রানা,বাউফল(পটুয়াখালী) / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি,বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি,আ.স.ম ফিরোজ এমপি।

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএন’ও) মোঃ আল- আমিন এর সভাপতিত্বে দিবসটির উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ.স.ম ফিরোজ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, একাডেমিক সুপারভাইজার নুরন্নবী, বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার জাহান ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর