বাঙালীর বিজয়

হে বিজয় তুমি আছ জেগে
সব বাঙালির অন্তরে,
তোমার সাহস বুকে নিয়ে
বাংলার মানুষ পথ চলে।
বিজয় তুমি বাংলার প্রাণ
বাঙালীর নবজীবনের গান,
তুমিতো আমার বাংলা মায়ের
রক্তে রঞ্জিত চিরসম্মান।
বিজয় তুমি আছো মিশে
শিশুর কোমল হাসি মুখে,
তোমাকে ভালবেসে লাখো জনতা
মরণ বরণ করলো সুখে।
বিজয় তুমি মুজিব কন্যা
শেখ হাসিনার অহংকার,
বিজয় তুমি ১৫-ই আগষ্ট
বাংলাদেশের আত্ম চিৎকার।
বিজয় তুমি স্বাধীন বাংলা
পরাধীনতার শিকল শেষ,
বিজয় তুমি শেখ মুজিবের
স্বপ্নে বুনা বাংলাদেশ।
বিজয় তুমি পদ্মা,মেঘনা
লাল সবুজের পতাকা বেশ,
বিজয় মানে ৭১-এ
ইজ্জত হারানোর গ্লানি শেষ।
(রাবেয়া জাহাঙ্গীর)