শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

বাপা ও বিবিসিএফ’র ইছামতি নদীর বাঁধ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: / ১৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বগুড়ার সারিয়াকন্দি ও ধুনট উপজেলায় ইছামতি নদীর উৎসমুখের বাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রতিনিধি দল। গত ২২ অক্টোবর দুপুরে প্রতিনিধি দল সারিয়্কাান্দির বাঁশহাটা ও ধুনটের ধামাচামা গ্রামে ইছামতি নদীমুখে নির্মিত বাঁধটি দুটি পরিদর্শন করেন।

বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, উজানে বগুড়ার সারিয়াকান্দির বাঁশহাটা গ্রামের উপকন্ঠ থেকে বাঙালী নদীর একটি শাখা ইছামতি নাম ধারণ করে বগুড়ার ধুনট উপজেলার মধ্যে প্রবেশ করার পর উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের নিকট বাঙালী নদীর আরেকটি শাখা বের হয়ে ঝিনাইগ্রাম শ্মশান ঘাটের নিকট ইছামতির সাথে মিলিত হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সংযোগ খালের মাধ্যমে উভয় নদীর পানির উচ্চতার সমন্বয় হতো। এতে শুকনো মৌসুমেও ইছামতির প্রবাহ বেগবান থাকতো। নদীটি ধুনট উপজেলা অতিক্রম করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে হুরা সাগরে মিলিত হয়েছে। এনদীর দৈর্ঘ প্রায় ৪৮ কিলোমিটার, প্রস্থ পড়ে প্রায় ২১১ মিটার। ২০০৪ সালে এলাকাবাসী ধামাচামা গ্রামের ঐ সংযোগ খালটির উৎসমুখে বাঁধ নির্মাণ করে। অপরদিকে সারিয়াকান্দির বাঁশহাটায় নদীর প্রধান উৎমুখে এলাকাবাসী বাঁধ দিয়ে প্রায় ৬০০ মিটার ভাটিতে একটি সরু খাল কেটে পানির প্রবাহ বাইপাস করে। ফলে বাঁশহাটা এলাকায় বাঙ্গালী নদী থেকে ইছামতিতে পানির প্রবাহ কমে যায় এবং ধামাচামা এলাকায় বাঙ্গালী নদী থেকে ইছামতি নদীতে পানি প্রবাহ একেবারে বন্ধ হওয়ায় নদীটি মরা খালে পরিণত হয়।

বাঁধ এলাকা পরিদর্শন দলের নেতৃত্বে দেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও বিবিসিএফ’র সভাপতি প্রফেসর ড. এস এম ইকবাল। তাদের সফর সঙ্গী ছিলেন, সহযোগী অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক ছালজুর রহমান, বাপা বগুড়া শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এম ফজলুল হক বাবলু, পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান হাবিব রনজু, সদস্য তাহমিনা পারভীন শ্যামলী, সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের সভাপতি সাংবাদিক দীপক কুমার কর, সদস্য ডাঃ মো. আব্দুল করিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংবাদিক জাহিদুল ইসলাম । বাঁধ ও ধামাচামা খাল পরিদর্শন শেষে প্রতিনিধি দল এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় নিমগাছি ইউপি চেয়ারম্যান মোছা : সোনিতা নাসরিন ও ইউপি সদস্য মজনু মিয়া উপস্থিত ছিলেন। ইছামতি নদীতে পুনরায় পানি প্রবাহ সৃষ্টির জন্য বাপা ও বিবিসিএফ সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করা হবে বলে নেতৃবৃন্দ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর