বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ জয়পুরহাটে বাহাস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হলেন কুড়িগ্রামের রাদ লালমনিরহাটে খোলা ভোজ্যতেলের ক্ষতিকর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নয়া পল্টনে শ্রমিক সমাবেশ সফল করতে কোনাবাড়ী থানা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত সলঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মে দিবসে বিশ্বের শ্রমজীবী মানুষকে বিএনপি নেতা মামুনুর রশীদের শুভেচ্ছা  বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব গরমে পুড়ছে যশোর বেনাপোলে

বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

রিপোর্টারের নাম : / ৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। চ্যান্সেলর মো: সাহাবুদ্দিনের সাথে গতকাল বঙ্গভবনে পৃথকভাবে দু’টি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভিসি অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র‌্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্র‌্যাকইউ) ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ গতকাল দুপুরে আলাদাভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দুই ভিসি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান জাককানইবির ভিসির সাথে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এর আগে ব্র‌্যাকইউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: সাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সে দিকে খেয়াল রাখতে হবে’। এ সময় রাষ্ট্রপতির কার‌্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর