মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন বেড়ায় একই বিদ্যালয়ে দুদিনে ৪১ জন শিক্ষার্থী অচেতন সিরাজগঞ্জের সলঙ্গায় জীবনের নিরাপত্তা চেয়ে মামলার বাদীর সংবাদ সম্মেলন যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও শার্শা উপজেলায় প্রতিদিন ৬ কোটি টাকার আম বিক্রি হয় যে বাজারে কৃষকের ধান কেটে দিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দল কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত স্থল পথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা : বেনাপোল বন্দরে আটকে আছে ৩৬টি ট্রাক গার্মেন্টস পণ্য সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে অর্থ নেয়ার অভিযোগ জনস্বার্থে ভয়েস অব কাজিপুরের ১১৫ টি নলকূপ স্থাপন 

বেড়ায় একই বিদ্যালয়ে দুদিনে ৪১ জন শিক্ষার্থী অচেতন

রিপোর্টারের নাম : / ২১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ মে, ২০২৫

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুদিনে হঠাৎ করে ৪১ জন শিক্ষার্থী অচেতন হওয়ার ঘটনা ঘটেছ।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।সোমবার (১৯ মে) সকাল ১০টায় বিদ্যালয়ের যষ্ঠ ও সপ্তম শ্রেণি কক্ষে ৩৫ জন ছাত্র ছাত্রী অচেতন হয়ে পরে।

তাদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ খবর পেয়ে অভিভাবকরা স্কুল এসে তাদের অসুস্থ সন্তানদের বাড়ী নিয়ে যায় বলে জানা গেছে।গতকাল রবিবার বিকাল ৩টায় প্রায় ৬ জন অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। দুটি শ্রেণি কক্ষে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে।কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো. ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুদিনে ৪১জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। দুটি শ্রেণি কক্ষে এক নিঃশ্বাসে গন্ধ পাওয়া যাচ্ছে। তার ধারনা শ্রেণি কক্ষে কেউ চেতনা নাশক স্প্রে করে থাকতে পারে।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. তাহমিনা সুলতানা নীলা বলেন,ভ্যাপসা গরম অথবা খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো.মোরশেদুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীদের অচেতন হয়ে পড়ার বিষয়ে আমি অবগত হয়েছি। প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর