বেতগীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ওপেন হাউজ ডে

বরগুনার বেতাগীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি ও ডাকাতি প্রতিরোধে বেতাগী থানার উদ্যোগে ওপের হাউজ ডে’র আয়োজন করা হয়।
সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪টায় বিবিচিনি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওপের হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিখি ছিলেন বরগুনা পুলিশ সুপার মো. আব্দুস ছালাম।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নওয়াব হোসেন নয়ন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক নারী পূরুষ অংশ গ্রহণ করেন। পরে পুলিশ সুপার মো. আব্দুস ছালাম বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।