বেতাগীতে পুকুর ও ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

বরগুনার বেতাগীতে পুকুর ও ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নে কেওড়াবুনিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডে এ ঘটনাঘটে। তবে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে ১ হাজার একশত মাছ মারা গিয়ে ১ লক্ষ ৭৬ হাজার টাকার ক্ষতি হয়।পুকুরের মালিক মো: নাসির গাজী অভিযোগ করেন, তাঁর বসত ঘরের পূর্বপাশে পুকুর ও মাছের ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় তাঁর স্ত্রী মো: সালেহা বেগম প্রকৃতির ডাকে সারা দিতে বের হয়। এ সময় ঘেরের বেড়ার ঢালের শব্দ পেয়ে তাঁর হাতে থাকা টর্চ লাইট ঘেরের দিকে মারলে দেখতে পায় একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম ডাক্তারের ছেলে মো: তুহিন ডাক্তার (৩৫), মো: মামুন ডাক্তার (৩০), মো: সরোয়ার গাজী (৩২) ও মো: ফারুক গাজীর ছেলে মো: রাজু (৩০) পুকুর ও মাছের ঘেরে পুকুরে বিষ প্রয়োগ করছে। এ অবস্থায় ডাক চিৎকার দিলে তাঁরা দৌড়ে পালিয়ে যায়। প্রতিপক্ষের সাথে আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁরা এ ক্ষতি সাধন করে। এ সময় তিনি স্থানীয় বউ বাজারে চা খাচ্ছিলেন। মুঠেফোনে খবর পেয়ে ঘেরের মধ্যে থেকে ফাইটার ও রিফক্ট বিষের খালি বোতল উদ্ধার করেন। এতে ঘেরে থাকা ১ হাজার একশত মাছ মারা গিয়ে ১ লক্ষ ৭৬ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। প্রতিপক্ষ আব্দুস সালাম ডাক্তার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন।এ ঘটনায় মঙ্গলবার ৪ জনকে আসামী করে বেতাগী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম হাওলাদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে