বেতাগীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ১৫ই নভেম্বর দুপুর ১২ ঘটিকায় বেতাগী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় মিলনায়তনে
দুর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেতাগী উপজেলা নির্বাহি অফিসার মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বেতাগী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মাসুদুর রহমান খান, ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ,৪নং ওয়ার্ড কাউন্সিলর রমেণ চন্দ্র দেবনাথ,জমি দাতা শাহাদাত হোসেন মহাসিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন,
ফায়ার সার্ভিস এমন একটি দপ্তর যারা মানুষের অগোচরে থেকে কাজ করে। তাদের কোনো চাওয়া পাওয়া নেই। তারা ২৪ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ এর কার্যক্রম শুরু করেছেন।
স্বাগত বক্তব্যবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেতাগী উপজেলা স্টেশনমাস্টার অফিসার মোঃ আব্দুল লতিফ বলেন,এখন পর্যন্ত আমরা দুইি অগ্নিকাণ্ডে উদ্ধারকাজ ও নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছি। আমরা তো এখন পর্যন্ত বেতাগীতে অগ্নি প্রতিরোধ, প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ ৯৯৭ জন ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছে।