বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

বেতাগীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও মডেল মসজিদ পরিদর্শন

খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বরগুনার বেতাগীতে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী‘র সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যাম কর্মি ও সুধীজনদের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ। অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল বিভাগীয় কমিশনারকে ফুলল শুভেচ্ছা ও সুসজ্জিত গার্ড অব অর্নার প্রদান করে। এটি রুটিন মাফিক মতবিনিময় সভা হলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকৃতপক্ষে একটি নির্বাচনি সভায় রুপ নেয়। নির্বাচন সামনে রেখে এসময় বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীর জন্য একটি তাৎপর্য ও গুরুত্বপূর্ণ বিষয়। কে কোন দলের সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। তত্বাবধায়ক সরকার ছাড়াও আমরা শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সকলে মিলে সে ধরনের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। যাতে সবাইকে তাক লাগিয়ে দিতে পারি। তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রতি শতভাগ নিরপেক্ষ আচরণ গ্রদর্শনের নির্দেশ দেন এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় বিভাগীয় কমিশনার উপজেলা ভূমি অফিস, বেতাগী সদর ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা মডেল মসজিদ প্রকল্প, বেতাগী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন,আমার বাড়ি আমার খামার প্রকল্প দর্শন, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সাথে শুদ্ধাচার চর্চা, নৈতিকতা বিষয়ে মতবিনিময় এবং বদনিখালী আশ্রায়ন প্রকল্প দর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর