বেতাগীতে ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বরগুনার বেতাগীতে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুহাস্পতিবার (৬ জুলাই) সকাল এগারটায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়উপজেলা পরিষদের সম্মুখে কৃষকপ্রতি ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করে। উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইছার সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাই চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু।