বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী রাজ্জাক খানের ম্মরণে দোয়া অনুষ্ঠান

বরগুনার বেতাগীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব খান মো. রেজাউল করিম এর পিতা শহরের রাজ্জাক স্টোরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাক খান’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরে মরহুমের বেতাগী ইউনিয়েনর রানিপুরস্থ নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব খান মো. রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো. হুমাযূন কবির খলিফা ও বেতাগী নাগরিক ফোরাম’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার প্রমুখ।