বেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
এস আর শাহ আলম স্টাফ রিপোর্টার
অব্যাহত তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। মানুষের পাশাপাশি প্রাণীকূলও ওষ্টাগত পুড়ে যাচ্ছে ফসলের খেত। এরই মধ্যে তাপ জনিত রোগে মানুষের পাশাপাশি গরু ছাগলও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গত দুই সপ্তাহে উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে জ্বর শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ত্রিশটি গরু ছাগলের মৃত্যুর খবর পাওয়া গেছে। জান মাল ফসলাদি রক্ষার জন্য আজ বৃহস্পতিবার সকালে বেড়া পৌর এলাকার স্যানাল পাড়া ঈদগামাঠ ও সানিলা – জোড়দাহ আলহেরা ঈদগাহ মাঠে পৃথক পৃথক সময়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এ নামাজে স্থানীয় এলাকার শত শত মুসল্লীগণ শরীক হন এবং মোনাজাতে অনেকেই বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন। স্যানাল পাড়া ঈদগাহ মাঠে নামাজে ইমামতি করেন সান্যালপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মো.মনিরুল ইসলাম এবং আলহেরা ঈদগাহ মাঠের নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন করমজা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও বেড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু দাউদ ।