ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের শীতার্ত ৩৬০ জন দুস্থ, অসহায় গরীব মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের কার্যালয় হতে উক্ত কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ ইয়াছমিন পারভীন মুনমুন, ইউপি সচিব মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ আবুল মনসুর খান (মিন্টু), অনুষ্ঠান সঞ্চালনায় করেন, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনায়েন (টিটো)।
এসময়ে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোস্তাক আহমেদ মোঃ ছানোয়ার হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ গোলাম রসুল (সোহেল) মোঃ জাহাঙ্গীর আলম, শেফালী খাতুন, রাজিয়া খাতুন,নাছিমা বেগম সহ উদ্যোক্তা,গ্রাম পুলিশ ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
গত কয়েক দিনের হাড় কাপানো শীতে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষদের প্রচন্ড কষ্টের অবস্থা দেখে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। শীতার্ত অসহায়, দুস্থ ও গরীব মানুষেরা কম্বল ভীষণ খুশি মনে বাড়ী ফিরছেন।