শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: / ১১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে বেলাল হোসেন মিয়াজী (৪৫) নামে এক কৃষক নিহত ও সেলিম হোসেন (৩২) নামে অপর এক কৃষি শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মিয়াজী পাশের আটঘরিয়া গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে তারা দু’জন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলেও তারা কাজ করছিলেন। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে বেলাল হোসেন মিয়াজী ঘটনাস্থলেই নিহত ও সেলিম হোসেন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে সেলিমকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর