বড়াইগ্রাম জোনাইলে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_899462391736110-700x390.jpeg)
নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রবিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের পশুহাটা মাঠে নবনির্বাচিত এমপি আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে কর্মীরা আসতে থাকে মুহূর্তের মধ্যেই মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়।
৩নং জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন জোনাইল এম.এল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান আবুল কালাম আজাদ নবনির্বাচিত এমপিকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করেন। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীরা নবনির্বাচিত এমপি কে ফুল দিয়ে বরণ করেন।
উক্ত সভায় প্রধান অতিথির আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
পুনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নৌকাকে জয়ী করতে হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন দুলাল, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুজ্জামান গোলাম, গুরুদাসপুরের মশিনদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারি, বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শাহনাজ প্রমুখ।