ভাঙ্গুড়ায় উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

দ্বিতীয় ধাপে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইমাম, মুয়াজ্জিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলামসহ গনমাধ্যম কর্মী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এটাই হচ্ছে বিশ্বে প্রথম কোনো সরকারের একই সময়ে একসঙ্গে এত বিপুলসংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা। যা বিশ্বে বিরল।