ভাঙ্গুড়ায় গলা কেটে হত্যা,তালা দেওয়া ঘর থেকে লাশ উদ্ধার
পাবনার ভাঙ্গুড়ায এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসু (৪৫) পৌর সদরের হারোপাড়া গ্রামের মৃত সুবাহানের ছেলে। নিহতের নিকট আত্মীয় জানান, হাসু দুইটি বিয়ে করেছেন বড় বউয়ের দুই ছেলে তারা দুইজন ঢাকায় থাকে। ছোট বউয়ের একটি মেয়ে,তবে গত তিন সপ্তাহ আগে ছোট বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়। বাড়িতে রান্না করার মানুষ না থাকায় রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে ভাত খেয়ে আসে। সকালে দোকানে না যাওয়ায় কারণে খুজাখুজি করে তার বাড়িতে আসে।এসে তার ঘরে তালা দেওয়া দেখে, ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে আসে পাশের লোক ডাকাডাকি করে,পরে রকিব নামের একটি ছেলে তালা ভেঙে ভিতরে ঢুকলে তার গলা কাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পুলিশ খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায়। নিহতের আত্মীয় স্বজনের ধারণা তার ছোট বউ,এই হত্যা কান্ড ঘটিয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব রাশিদুল ইসলামকে একাধিকবার ফোন করলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।