ভাঙ্গুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
যথযোগ্য মর্যাদায় ভাঙ্গুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় শহরের আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা -৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ আসলাম আলী, মোঃ রেজাউল করিম রাজা,যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ গোলাম হাফিজ রন্জু,যুগ্ন সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, ইবনুল হাসান শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুক রানা সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ বাদশা,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গোলাম মর্তুজা সুজন যুগ্ন আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লবসহ অঙ্গসংগঠণ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ। অনুষ্ঠান শেষে অসুস্থ রোগীদের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত নয়টি চেকের মাধ্যমে পাঁচ লক্ষ বিতরণ করেন এবং তবারক বিতরণ করেন।
এর আগে সকাল ৮টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পণ করেন,এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজিসহ অন্যান্যরা।