ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোহাম্মদ বাবলুকে (..) রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে জানাজা সম্পন্ন করা হয়েছে।
বুধবার বিকেলে তাকে উপজেলার পাটুলীপাড়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন,ভাঙ্গুড়া পৌর মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, চাটমোহর পৌর মেয়র সাকাওয়াত হোসেন সাকো।ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম (বাবলু), বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা,ইউনিয়ন চেয়ারম্যান,অধ্যক্ষ, প্রিন্সিপাল প্রধান শিক্ষকরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার জামাতা পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল,জানান, তার শশুর গত মঙ্গলবার ঢাকায় ইন্তেকাল করেন। তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোহাম্মদ বাবলু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ছিলেন।