ভাঙ্গুড়া খানমরিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_1451693752356028-700x390.jpeg)
পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নের বৃদ্ধ মরিচ,চন্ডিপুর তিন তারা ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় চন্ডিপুর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খাঁনপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে বাগমারা ফুটবল একাদশ জয়লাভ করেন।টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।
সন্ধ্যায় খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, রমজান আলী খান, রেজাউল করিম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, যুগ্ম সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল,খান মরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খান (মিঠু), ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক আহব্বায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদীন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, বৃদ্ধ মরিচ চন্ডিপুর তিন-তারা ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, খান মরিচ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কায়েম উদ্দিন প্রমুখ। টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুজ্জামান কাকন।