ভাঙ্গুড়া বড়ালব্রীজ স্টেশনে চুরি হচ্ছে যাত্রীদের মোবাইল

পাবনার ভাঙ্গুড়া বড়ালব্রীজ রেলস্টেশনে ট্রেন যাত্রীদের মোবাইল চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিনই বিভিন্ন ট্রেনের যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোনসেট হারানোর ঘটনা ঘটলেও স্টেশন রেল কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ ।
উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেলস্টেশন বড়াল ব্রীজ আধুনিকায়ন হলেও বাড়েনি যাত্রীসেবার মান। প্রতিদিন ছয় থেকে সাতটি আন্ত নগর ট্রেন এই স্টেশনে যাত্রাবিরতি করে। আর এই সুযোগে যাত্রীদের পকেটে থাকা মোবাইল ফোনসেট চুরির ঘটনা ঘটছে অহরহ। এ ছাড়া স্টেশনে যাত্রীদের গণশৌচাগারের দুরবস্থা, কাউন্টার থেকে টিকিট না পাওয়া, রাতের যাত্রীদের নিরাপত্তাহীনতা মিলে স্টেশনে যাত্রীসেবার মান অত্যন্ত নিম্নপর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ যাত্রীদের।
বড়ালব্রীজ রেলস্টেশন মাস্টার আল মামুন বলেন, স্টেশনে অবস্থানরত যাত্রীর নিকট থেকে মোবাইল ফোনসেট হারিয়ে যাওয়ার বিষয়ে আমি দুই এক ধরে শুনছি। এ বিষয়ে কোনো যাত্রী অভিযোগ দেয়নি এবং বাইরের একটি চক্র এমন কাজ করতে পারে বলে আমার ধারণা।