ভাঙ্গুড়ায় সরকারি চাউল জব্দ, ১০ হাজার অর্থদন্ড
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি চাউল জব্দ, ১০ হাজার অর্থদন্ড
পাবনার ভাঙ্গুড়ায় ১২ বস্তা সরকারি চাউল জব্দ ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রেজাকে ১০ হাজার অর্থদন্ড আরোপ করেন ভ্রাম্যমান আদালত। চাউল ব্যবসায়ি রেজা ভাঙ্গুড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার খানের ছেলে। তবে অভিযুক্ত রেজাউল করিমের দাবী, তিনি চাউল গুলি ক্রয় করেছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও ভাঙ্গুড়া থানার এস আই মোঃ আকরাম হোসেন উপজেলার শরৎনগর বাজারে অভিযান চালিয়ে মোঃ রাঙ্গা সরদার এর কাপুড়ের দোকান থেকে ১২ বস্তা সরকারি চাউল জব্দ করেন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল ব্যবসায়িকে ১০ হাজার অর্থদন্ডের আদেশ দেন।
এ বিষয়ে অভিযুক্ত রেজাউল করিম রেজা বলেন, তিনি সরকারি চাউল গুলি ভাঙ্গুড়া বাজারের মোজা নামক এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাউল জব্দ করা হয় এবং সরকারি চাউল রাখার অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার অর্থদন্ড আরোপ করা হয়েছে