ভিক্টোরিয়া হাইস্কুলের নানা আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_561746452763464-700x390.jpeg)
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়।
এ দিনটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার পর র্যালি প্রদর্শন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং শেখ রাসেল এর বিদেহী আত্মা শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকালে অত্র স্কুলের হলরুমে- উক্ত আলোচনা সভার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম সিনিয়র সহকারী শিক্ষক মীর্জা গোলাম মোস্তফা, মোঃ সাইফুল ইসলাম, অচিন্তিত কুমার মন্ডল, মোছাঃ পারভীন খাতুন, মোছাঃ জিয়াসমিন সুলতানা, সহকারী শিক্ষক মোছাঃ নাজমা খাতুন, মোঃ রকিবুল ইসলাম, শামীম হোসেন সহ অন্যান্য শিক্ষকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মোঃ রাশিদুল হাসান। এসময়ে স্কুলের নবাগত শিক্ষিকা তাহমিনা খাতুন পূর্ণিমা রাণী সরকার সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণে বইগুলোর মধ্যে ছিলো – ইতিহাসের মহাশিশু শেখ রাসেল, বাবা আমার নাম দিয়েছেন রাসেল, হৃদয়ে শেখ রাসেল, শেখ রাসেল একটি স্বপ্নের মৃত্যু, আমাদের রাসেল প্রভৃতি।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ছোট সন্তান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই। রাজনীতির তীর্থস্থান ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের ১৮ সেপ্টেম্বরে তিনি জন্মগ্রহণ করায় বঙ্গবন্ধু পরিবারে সবার মধ্যেই ছিলো অন্যরকম আনন্দ উচ্ছ্বাস। তারপর ধীরে ধীরে বড় হতে থাকে মেধাবী শেখ রাসেল কিন্তু !
১৯৭৫ সালের ১১ বছরের শিশু রাসেল প্রতিদিনের মতো সেদিনও ঘুমিয়েছিল তাদের বাড়িতে । আকস্মিক গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুমভাঙা চোখে সে আতঙ্কিত হয়ে চমকে ওঠে। অবস্থা বুঝে বেগম মুজিব আদরের দুলাল রাসেলকে রক্ষায় বাড়ির কাজের লোকজন পেছনের দরজা দিয়ে চলে যেতে বলেন। পেছনের ফটক দিয়ে বাইরে যাওয়ার সময় ঘাতকরা তাকে আটক করে। বাবা, মা, দুই ভাইসহ পরিবার প্রতিটি লাশ দেখিয়ে নিষ্ঠুরভাবে বিপথগামী ঘাতকেরা নির্মম বুলেটবিদ্ধ করে কেড়ে নেয় ছোট্ট রাসেল প্রাণ।