শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

মাত্র ৬ মাসে চতুর্থবারের মত জেলা শ্রেষ্ঠ অফিসার হলেন ওসি সুমন ভক্ত

রিপোর্টারের নাম : / ৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ জুন, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড খুলনার রেঞ্জের মধ্যে আবারও সেরা হয়েছে যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। এ নিয়ে টানা চতুর্থবারের মত শ্রেষ্ঠত্বের খেতাব পেলেন তিনি। এর মধ্যে বেনাপোল পোর্ট থানায় কর্মরত অবস্থায় তিনবার সম্মাননা স্মারক পেয়েছেন তিনি।

খুলনা পুলিশের রেঞ্জ অফিসে মঙ্গলবার ১১ জুন সকালে এক সভায় ডিআইজি মঈনুল হকের কাছ থেকে ওই পুরস্কার নেন।

এছাড়াও গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কাজের স্বীকৃতিস্বরূপ সেরা হওয়ায় পুরস্কার পান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, বেনাপোল পোর্ট থানার এসআই লিখন কুমার সরকার, এএসআই আবুল বাশার, কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক, ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম এবং কাজী আবদুল মান্নান। এছাড়া গ্রাম পুলিশ সদস্য হিসেবে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের শাকিলা খাতুন সেরার পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট নওরোজ হাসান তালুকদার, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) নিজামুল হক মোল্লা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হাসানুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পোর্ট থানা সূত্রে জানা যায়, ওসি সুমন ভক্ত ২০২৩ সালের শেষের দিকে বেনাপোল পোর্ট থানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

এ ছাড়াও অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতিতে সাফল্য অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

ওসি সুমন ভক্ত বলেন, ‘শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরো বেড়ে গেল। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি, সাধারণ জনগণের আস্থা অর্জনে আরো উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর