মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ম্যানেজারকে বেঁধে রেখে টাকা দোকানের চাবি ছিনতাইয়ের অভিযোগ!

রিপোর্টারের নাম : / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে বেঁধে রেখে প্রায় দেড় লাখ টাকা ও দোকানের চাবি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ এপ্রিল) দিনগত রাতে আদিতমারী থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান ম্যানেজার তহিদুল ইসলাম।

তহিদুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের সঠিবাড়ি বাজারের সুচনা ফার্টিলাইজার সপ এর ম্যানেজার।

অভিযোগে জানা গেছে,  উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি বাজারে সাহাবুদ্দিন সাবুর সুচনা ফার্টিলাইজার সপ নামক একটি রড, সিমেন্ট, সার কীটনাশকের পাইকারী খুচরা দোকানে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তহিদুল ইসলাম( ৩০)। প্রতিদিনের মত গত শনিবার (১৩ এপ্রিল) বিকেলে দোকান খুলতে যাচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশি ইউনুস আলীর ছেলে শরিফুল ইসলামসহ (৩২) আরও ৫/৬ জনকে নিয়ে তহিদুল ইসলামের পথরোধ করে আটক করে মরধর করে। এ সময় মোবাইলে দোকান মালিককে জানানোর চেষ্টা করলে তার মোবাইলে কেড়ে নিয়ে ভেঙে ফেলে শরিফুল গংরা। এরপর তাকে পাশে নির্জনে নিয়ে গাছে বেঁধে রেখে পকেটে থাকা দোকানের এক লাখ ১৭ হাজার আটশত টাকা ও চাবিগুলো কেড়ে নেয়।

বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রধান করে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালে টাকা ও চাবি ফেরত দেয়ার কথা বললেও পরে আত্নগোপন হন শরিফুল ইসলাম গংরা। অবশেষে রোববার দিনগত রাতে শরিফুল ইসলামকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অবিযোগ দায়ের করেন দোকান ম্যানেজার তহিদুল ইসলাম।

সুচনা ফার্টিলাইজার সপ এর মালিক শাহাবুদ্দিন সাবু জানান, গন্যমান্য ব্যাক্তিদের হাতে টাকা আর দোকানের চাবি ফেরত দিতে চেয়েছিল। কিন্তু পরে তারা ফোনও বন্ধ করে আগ্নগোন করেছে। এখন দোকানের মালপত্র নিয়ে চিন্তায় আছি। দোকানের তালা ভেঙে পরিবর্তন করলে আগুনে পুড়িয়ে দেয়ারও হুমকী দিয়েছে। তাই কিছুই করতে পারছি না। ব্যবসাও বন্ধ রয়েছে।

স্থানীয় যুবক জিয়া মিয়া বলেন, আমরা যাওয়া মাত্রই শরিফুলরা পালিয়েছে। পরে আমরা সাবু’র ম্যানেজার তহিদুলকে রশি কেটে উদ্ধার করেছি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তালা কেটে দোকানে নতুন তালা লাগানো হচ্ছে। একই সাথে ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর