রাজাপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বাই সাইকেল প্রদান
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গরীব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে ৷ অত্র কলেজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও কলেজের গরীব ও মেধাবী ৩০ শিক্ষার্থীকে এ বাই সাইকেল বিতরণ করা হয়।
সোমবার (২২ আগস্ট) সকালে কলেজ চত্তরে আয়োজিত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সহকারি অধ্যাপক মোঃ অমিনুল ইসলাম, শিখা সিকদার, শ্যামল কৃষ্ণ বেপারী সহ বিভিন্ন বিভাগের প্রধানগন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জমান বলেন, কলেজের পক্ষ থেকে প্রতি বছরই বাই সাইকেল প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় এবছর কলেজ কর্তৃপক্ষ ও কয়েকজন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় কলেজের গরীব ও মেধাবী ৩০ শিক্ষার্থীকে বাই সাইকেল দেয়া হয়েছে।
পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে বাই সাইকেল দেয়া হবে। এভাবে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সমাজের সকলকেই এগিয়ে আসার আহবান জানান তিনি।