রাজাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন কামরুজ্জামান

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান। বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে কামরুজ্জামানকে সভাপতি নির্বাচিত করা হয়।
কামরুজ্জামান উপজেলার কানুনিয়া গ্রামের মৃত. আব্দুল আউয়াল সিকদারের ছেলে ও ২নং শুক্তাগড় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিউটি সিকদারের দেবর। তিনি বাঘরী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। এছাড়াও কামরুজ্জামান সিকদার এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান বলেন, শিক্ষা বিস্তার এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সাধ্য অনুযায়ী কাজ করে যাব। চর সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আধুনিক মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।