বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

রায়গঞ্জ উপজেলা স্কাউট সমাবেশ  ও মহাতাঁবুজলসার সমাপ্তি হয়েছে। 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং” এই শ্লোগান কে সামনে রেখে  ৫ম রায়গঞ্জ উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৩ এর সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত।

সোমবার রাত সাড়ে ৮টায়  ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই সমাবেশ এর  সমাপ্ত হয়েছে ।

অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা স্কাউটস এর সভাপতি ও জনবান্ধব উপজেলা নিবার্হী অফিসার  তৃপ্তি কনা মন্ডল এর সভাপতিত্বে গান্ধাইল  রতনকান্দি উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম এবং চান্দাইকোনা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুকিত এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু।

উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিল পারভেজ সহকারী কমিশনার (ভূমি) রায়গঞ্জ, ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন খন্দকার,শিক্ষক সমিতির সভাপতি মো: ইয়াকুব আলী তালুকদার, সচিব মো: শামীম হোসেন তালুকদার  সহকারী শিক্ষক মোঃ মফিজ উদ্দিন শেখ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাইদ আলী এলপি, মোঃ ওমর ফারুক, আমাদের ধানগড়া এর হেড এডমিন মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।

৫ম এ স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসা  অনুষ্ঠানে  উপজেলার অংশ গ্রহনকারি  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য গণ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের কর্মকর্তা, সদস্যরা  ছাত্র-ছাত্রী, এলাকার গণমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন ।

বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথিরা মহাতাঁবুজলসায় আগুন প্রজ্জলন করেন। আতশবাজী সহ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয় মহাতাঁবুজলসা অনুষ্ঠানে। বিভিন্ন স্কাউট বন্ধুদের অংশগ্রহণে নৃত্য, অভিনয়, আঞ্চলিক জারি গান, ইত্যাদির মাধ্যমে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ ও মহাতাঁবুজলসার পর্দা নামে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর