সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

রেমিট্যান্সে ভর করে বাড়ল রিজার্ভ

রিপোর্টারের নাম : / ৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২২ জুন, ২০২৪

ঈদুল আজহা ঘিরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ২৬ কোটি ডলার। তবে গ্রস রিজার্ভ এখনো ২৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করতে পারেনি। বর্তমানে গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৯ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর ১২ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ২১ বিলিয়ন। এ সময়ে গ্রস রিজার্ভ বেড়েছে ২৬ কোটি ডলার এবং নিট রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ৮২ লাখ ডলার। ২০২১ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে। কিন্তু সেটি চার মাসও টিকেনি।

রপ্তানি আয় কমার পরও ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। ঈদের আগে জুনের প্রথম ১৪ দিনে ১৯ হাজার ৪৩২ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা। এদিকে চলতি মাসের শেষ দিকে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ বাবদ ১১৫ কোটি ডলার পাওয়া যেতে পারে, তখন রিজার্ভ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর