শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে : দূতাবাস

রিপোর্টারের নাম : / ৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল ঢাকার আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক শরণার্থী সমন্বয়কারী ম্যাকেঞ্জি রো এ  প্রতিশ্রুতি দেন।

ম্যাকেঞ্জি রো বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে এবং জাতিসংঘে আমাদের সমর্থন অব্যাহত রেখেছি। যাতে সহিংসতায় বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং অন্যরা নিরাপদে দেশে ফিরে যেতে পারেন। সেই দিন না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বাংলাদেশের অবিচল অংশীদার হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার জন্য আমরা সাহায্য দিয়ে যাচ্ছি। যার মধ্যে রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ। কক্সবাজার অঞ্চলজুড়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই আঞ্চলিক শরণার্থী সমন্বয়কারী বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ একা নয়।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশের সরকার, জাতিসংঘের সংস্থা এবং এনজিও বাংলাদেশের সঙ্গে কাজ করছে। যাতে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করা যায়। তবে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে যে কোনো ইস্যু মানবিক সহায়তাকে প্রভাবিত করতে পারে। এটি সবসময়ই উদ্বেগের বিষয়। যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন তাদের কাছে যেন তা পৌঁছায় সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি। আর যারা আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক সেসব অংশীদারদের নিয়ে এই অবস্থার মোকাবিলা নিয়ে ভাবছি।

শরণার্থী সংকটে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মানবিক সহায়তা দাতা উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালের আগস্টে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসে। এসব শরণার্থীদের জন্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় ২৪০ কোটি ডলার বা ২৮ হাজার ৮০ কোটি টাকার সহায়তা তহবিল দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তার জন্য প্রায় ১৯০ কোটি ডলার বা ২২ হাজার ২৩০ কোটি টাকা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর