বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

লালমনিটহাটে মাইকিং করে তিস্তা-হাটের টোল আদায় বন্ধ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

লালমনিরহাটে চাঁদা না দেয়ায় মাইকিং করে তিস্তা হাটের টোল আদায় বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে হাটের ইজারাদার অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।

এ ঘটনায় সদর থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও দীর্ঘদিনেও রহস্যজনক কারণে মামলা রেকর্ড করেনি পুলিশ।

ফলে নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান সোহাগ। তিনি তিস্তাহাটের ১৪৩০ বঙ্গাব্দ সনের ইজারাদার।

অভিযোগে জানা গেছে, মাত্র ১ বছরের জন্য ১৪৩০ বঙ্গাব্দ সনের ইজারাদার প্রাপ্ত হয়ে তিস্তাহাটে টোল আদায়ের দায়িত্ব পান মেহেদী হাসান সোহাগ। ১লা বৈশাখ থেকে তিস্তাহাটের টোল আদায়ের দায়িত্ব পাওয়ায় গোকুন্ডা ইউনিয়নে পাঙ্গাটারী গ্রামের মিয়াদ হোসেন (২২), রাহিদ (২৩), কাব্য মিয়া (২০), ফাতের আলী ওরফে (নতুন বাবু) (৩২), খোকন (৩৫), মাইদুল (২২), ফরহাদ (২৫), আমিনুর (২০) ও একরামুল (৫২) গংরা তিস্তা হাট ইজারাদারের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

দাবীকৃত চাঁদা না পাওয়ায় ২৫ এপ্রিল, সকালে ইজারাদার মেহেদী হাসান সোহাগ তিস্তাহাটে টোল আদায়ের অফিস সংলগ্ন জনৈক আলমের পানের দোকানের সামনে পৌঁছামাত্র আবারও অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ইজারাদার মেহেদী হাসান সোহাগ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় মারধর। এতে রক্তাক্ত ইজারাদারের ব্যবসায়ীর সাথে থাকা ব্যবসার এক লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেন।

পরে আহতাবস্থায় হাট ইজারাদার মেহেদী হাসান সোহাগকে পথচারীরা উদ্ধার করে লালমনিরহাট সদর হাপাতালে ভর্তি করেন। যাহার রেজিষ্ট্রেশন নং-২২৮/ ১৪৬, বেড নং-৩২। পরে মেহেদী হাসান সোহাগ লালমনিরহাট সদর থানায় উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় দীঘদিনেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় পুনরায় প্রাণনাশের হুমকি অব্যাহত রাখেন। এমনকি ক্ষমতার জোড়ে মাইকিং করে তিস্তাহাটের টোল আদায় বন্ধ করে দেন।

পরর্বতীতে ২৭ এপ্রিল, হাটের টোল আদায় বন্ধের বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তিনিও কোন পদক্ষেপ গ্রহন না করায় (৩০ এপ্রিল) আবারো উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন ওই ইজারাদার। অবশেষে নিরুপায় হয়ে হাট ইজারাদার মেহেদী হাসান সোহাগ প্রতিকার চেয়ে (১৪ মে) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে তিস্তাহাটের ইজারাদার মেহেদী হাসান সোহাগ বলেন, এবার হাটের ইজারাদার হতে না পেরে উল্লেখিত সন্ত্রাসীরা আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না পেয়ে আমাকে মারপিট করেন। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মাইকিং করে টোল আদায় বন্ধ করে দেন। আমি কোন উপায় না পেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ এরআগে থানায় অভিযোগ করেছি। কিন্তু কারও কোন সহযোগিতা পাচ্ছি না। সন্ত্রাসীদের কারণে আমি দিন দিন ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমি এর বিচার কার কাছে চাই।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, তিস্তা হাটের টোল আদায়ের ঘটনা তদন্ত করা হয়েছে। প্রয়োজনে আবারও তদন্ত করা হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর