লালমনিরহাটে আগুনে পুড়ে ধূলিসাৎ ছয়টি দোকান!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে গেছে মুক্তিযোদ্ধাসহ ছয়জনের দোকান।
বুধবার (২১ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু জানান, প্রতিদিনের মতো বেচা-কেনা করে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা নিজ নিজ বাড়ি চলে যান।
হঠাৎ মধ্যরাতে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আদিতমারী ফায়ার সার্ভিসকে খবর দেন। স্টেশন থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। এরই মধ্যে ওই বাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিব, আতিকুর রহমান, আজিজার রহমান, পাইলট, আজিজুল ইসলাম ও নুর আমীনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।