লালমনিরহাটে এজেন্ট ব্যাংক তুলে দেয়ার হুমকী!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখা তুলে দেয়ার হুমকীর অভিযোগ উঠেছে হিতেন্দ্রনাথ নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে।
শনিবার(২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন এজেন্ট ব্যাংকটির স্বত্ত্বাধিকারী ইউপি সদস্য রুহুল আমিন।
অভিযুক্ত পল্লী চিকিৎসক হিতেন্দ্রনাথ ওই এলাকার বাসিন্দা। খিয়ালখোয়া বাজারের পশু চিকিৎসক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এজেন্ট রুহুল আমিন বলেন, নানান জাতের সবজিসহ কৃষি বাণিজ্যিক জোন হলেও শিয়ালখোয়া এলাকায় নেই কোন ব্যাংক। জনপ্রতিনিধি হিসেবে এলাকার কৃষক ও ব্যবসায়ীদের জন্য আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা চালু করি। এর মাধ্যমে সহজ শর্তে কৃষক ও ব্যবসায়ীরা ঋণসহ সঞ্চয় করার সুযোগ পাচ্ছেন। ঋনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে ব্যাংকটির জোনাল অফিস। হাতের কাছেই ব্যাংকিং সুযোগ পেয়ে অল্প সময়ের মধ্যে বেশ সুনাম অর্জন করে এ এজেন্ট শাখা।
ব্যংকের সুনাম খর্ব করতে একটি কুচক্রি মহল এ এজেন্টের স্বত্ত্বাধিকারীকে আর্থিক ভাবে দুর্বল করতে ব্যাংকটি নিয়ে নানান মিথ্যা অভিযোগ তুলে কথিত সংবাদ সম্মেলন করেন স্থানীয় পল্লী চিকিৎসক হিতেন্দ্রনাথ। তার দাবি এজেন্টকে ঘুষ না দিলে ঋন মেলে না। কিন্তু বাস্তবে ঋনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন ব্যাংকটির জোনাল শাখা। ঋন প্রদান ও আদায়ের ক্ষেত্রে এজেন্ট শাখার কোন হাত নেই। আমাকে আর্থিক ও সামাজিক ভাবে হেয় করতে আমার ব্যাক্তিগত প্রতিপক্ষ হিতেন্দ্রনাথ সংবাদ সম্মেলন করে এজেন্ট শাখা তুলে দেয়ার হুমকী দেন।
এ মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত্বাধিকারী ইউপি সদস্য রুহুল আমিন। তিনি তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে গ্রাহক স্থানীয় ব্যবসায়ী শাহীন ও তমিজ উদ্দিন বলেন, আগে উপজেলা ও জেলা শহরের ব্যাংক থেকে ঋন নিতে হত। এখন হাতের কাছে সহজ শর্তে ঋন পেয়ে ব্যবসা করে আসছি। অথচ একটি কুচক্রি মহল ব্যাংকটির সুনাম খর্ব করতে নানান মিথ্যা অভিযোগ তুলেছেন। আমরা চাই কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে এ দুর্গম অঞ্চলে ব্যাংকটির খুবই প্রয়োজন।
সংবাদ সম্মেলনে কয়েকশত গ্রাহক উপস্থিত থেকে ব্যাংকের সুনাম নষ্টকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এক প্রশ্নের জবাবে ব্যাংকটি এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী রুহুল আমিন বলেন, ব্যাংকের গ্রাহক না হয়েও ব্যাংকের বিষয়ে মিথ্যা বানোয়াট তথ্যের সংবাদ সম্মেলন করার বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে হিতেন্দ্রনাথের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।