লালমনিরহাটে কারেন্ট জাল জব্দ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা!
লালমনিরহাটে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সদরের বড়বাড়ি বাজারে নিয়মিত অভিযানে অংশ হিসাবে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় অভিযান চালিয়ে -২ ব্যবসায়ীকে প্রকাশ্যে খোলা বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি’র অপরাধে ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করাকালীন সময় অভিযান চালিয়ে ২৫০০ টাকা এবং বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।
লালমনিরহাট সদর উপজেলা’র সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুবেল রানা’র নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪ এর (ক) ধারা ভঙ্গের অপরাধে সদর উপজেলার ছাট-হরনারায়ন এলাকার জাল ব্যবসায়ী সুজিত পাল (৫০) ও আফ্রিকান মাগুর মাছ বিক্রেতা
আইর খামারের নুর ইসলাম (৫৫) কে ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু,
খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত সমস্ত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয় এবং উদ্ধার কৃত আফ্রিকান মাগুর মাছ স্হানীয় ইতিমখানায় দেওয়া হয়।