বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

লালমনিরহাটে জমিজমা নিয়ে প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত ভ্যান চালক!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১০২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

লালমনিরহাটে সাড়ে ১৮ শতক জমিজমা নিয়ে প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত ভ্যান চালক এশার আলী কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) ৬ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর (মাদ্রাসা) গ্রামের অসহায় ভ্যান চালক এশার আলী (৬০) ভুমিহীন হিসেবে ২০০৬ সালে সরকারে নিকট থেকে সাড়ে ১৮ শকত জমি লিজ নেন। সেই লিজকৃত জমি ভ্যান চালক এশার আলীর বড়ভাই মৃত ছেয়ামুদ্দিনের ছেলে একই গ্রামের আলম মিয়া (৪০) গং এর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছে।

সেই জের ধরে সোমবার (১৫ মে) বিকাল সাড়ে ৫ টায় ভ্যান চালক এশার আলীর ভোগদখলীয় জমি দখল করতে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে গাছ লাগানোর চেষ্ঠা করেন প্রতিপক্ষ। এতে ভ্যান চালক এশার আলী বাঁধা দিলে আলম মিয়া গংরা লোহার রড, লাঠি দিয়ে মাথা, শরীরে, হাতে বেদম ভাবে মারপিট করেন।মারপিটের আঘাতে ভ্যান চালক এশার আলীর শরীর ও মাথা গুরত্বর ফাটা রক্তাক্ত জখম হয়।

ওই সময় এশার আলীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। যাহার ভর্তি বেড নং-৪১, ৩য় তলা, তাং ১৫.০৫.২৩ইং। এ ঘটনায় (১৬ মে) ভ্যান চালক এশার আলী বাদী হয়ে আলম মিয়া (৪০), আয়নাল হোসেন (৩৫), আমিনুল (২৬), কবির (২০) সহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত ছেয়ামুদ্দিনের ছেলে আলম মিয়া ভ্যান চালক এশার আলীর মামলা থেকে নিজেকে বাঁচাতে গোপঙ্গ অপরাশনে অসুস্থ্য স্ত্রী কহিনুর বেগমকে সদর হাসাপাতালে ভর্তির নাটক করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, ভ্যান চালককে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর