সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত!

রিপোর্টারের নাম : / ৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট :“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যে লালমনিরহাটে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণি সম্পদ ও  ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর -৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মতিয়ার রহমান।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল আরিফিন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আলম শেখ, জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম।

এসময়ে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা পোল্ট্রি-ডেইরী ফার্ম মালিক কর্মচারী, খামারীরা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এ মোট ৪০ টি ষ্টল সাজিয়ে দেশী-বিদেশি বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র সহ চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর