লালমনিরহাটে বিজয় দিবসে বিএনপি’র বিশাল সোডাউন

মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটে বিশাল সোডাউন দিয়েছে জেলা বিএনপি ও তার সকল সহযোগি সংগঠন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শ্রমিক দলের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়।
কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিন করে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাঞ্জালী অর্পন করে।
বিভিন্ন রঙয়ের ক্যাপ পড়ে র্যালীতে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ক্যাপের রঙ দিয়ে বিভাজন করা হয়েছে দলটির সহযোগি সংগঠনের নেতাকর্মীদের। বিশেষ রঙয়ের ক্যাপ পরিচয় করছে ব্যাক্তি দলটির কোন সহযোগি সংগঠনের। বিশাল এ র্যালী থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানসহ দলের চেয়ারপার্সনের মুক্তির দাবি জানায় বিএনপি নেতারা। পুরো শহর জুড়ে ছিল যেন জেলা বিএনপি’র দখলে।
র্যালীতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হক, পৌর বিএনপি’র সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ , সম্পাদক হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রদল নাজমুর হুদা লিমন ও জাহাঙ্গীর আলম আনন্দ প্রমুখ।