সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার কোনাবাড়ীতে বিভিন্ন দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতী

লালমনিরহাটে বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রট তাপসী তাবাসসুম উর্মির নামে মামলা দায়ের

রিপোর্টারের নাম : / ৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা লালমনিরহাট সদর থানায় তাপসী তাবাসসুম

উর্মির নামে মামলা করেছে।  বুধবার (১০ অক্টোবর) বিকালে ছাত্র প্রতিনিধি তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস থেকে মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট এবং আমি এদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে পোস্ট দিয়েছি। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না। এদিকে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তবে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার এর দায়িত্ব পালন কালে ৫ই অক্টোবর তার নিজের ফেসবুক আইডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া ও ছাত্র জনতার গণঅভ্যুত্থান কে কটুক্তি করা এবং অন্তর্বর্তী সরকারকে হুমকিমুলক পোস্ট করে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ করায় এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মৃদুল জানায়, দ্রুততম সময়ের মধ্য তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে বিচারের কাজ সম্পুর্ন করতে হবে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ:কাদের জানায় যে আমরা মামলাটি পেয়েছি এবং উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর